কক্সবাজারের রামুতে আপন ছোট ভাইয়ের দা’য়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে এগারটার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড চেইন্দা খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
নিহত বাবুল হোসেন (৩০) চেইন্দা খন্দকার পাড়ার নুরুল হকের ছেলে এবং খুনে অভিযুক্ত আলী হোছেন নিহতের আপন ছোট ভাই।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮নম্বর ওয়ার্ডের সদস্য জাফর আলম বলেন, নেশাগ্রস্ত অবস্থায় রাতে বাজারে এসে লোকজনকে গালিগালাজ করছিলেন আলী হোসেন। এনিয়ে দুয়েকজনের সাথে তার ঝগড়া হয়। বাজারে থাকা তার বড়ভাই বাবুল বিষয়টি দেখতে পেয়ে সমাধান করে এবং ছোট ভাইকে বাজার থেকে তাড়িয়ে দেয়। পরে বাবুল বাড়িতে ফেরার পথে অন্ধকারে লুকিয়ে থাকা ছোট ভাই আলী হোসেন অতর্কিত বড় ভাইয়ের ওপর হামলে পড়ে উপর্যুপরি দা’র কোপ দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা বাবুলকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।