ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

রামুতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের রামুর চৌমুহনীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট। রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত চৌমুহনী স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা ভ্রাম্যমাণ অভিযান কালে এসব অবৈধ স্থাপণা উচ্ছেদ করেছেন। মোবাইল কোর্ট চালনাকালে ভাসমান দোকান, হকার ও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাছ হতে এক লাখ ২৩ হাজার ৫শ টাকা জরিমানাও আদায় করা হয়েছে।

রামুর ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, দীর্ঘদিন ধরে চৌমুহনী স্টেশনে সড়কের ফুটপাত দখল করে শতাধিক দোকানি ও হকার বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসতেন। এতে পথচারীদের ফুটপাত ছেড়ে সড়কের উপর দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়তে হয়।

তা ছাড়া সড়কের দুপাশ দোকানি ও হকাররা দখল করে রাখায় গাড়িতে যাত্রী ওঠা-নামা করতে গিয়ে নিত্যদিন লেগে থাকে যানজট। এ পরিস্থিতিতে অনেক দূর্ঘটনাও ঘটেছে। এসব বিষয় রোধে অনেকবার নিষেধ করেও কোন সুফল আসেনি।

তিনি আরও বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে রবিবার সকাল হতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এতে ৩৩টি মামলায় এক লাখ ২৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায় ও ভাসমান এসব দোকান তুলে দেয়া হয়েছে। এ অভিযান সামনের দিনেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

অভিযানকালে রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, ইউপি সদস্য আজিজ, মো. ইউনুস, রামু থানা পুলিশের ওসি আনোয়ারুল ইসলাম ও গ্রাম পুলিশরা অংশ নেন

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ