ksrm-ads

১৪ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

রামু সেনানিবাসে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী

কক্সবাজারের রামু সেনানিবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কক্সবাজার অঞ্চলের সমরাস্ত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। রবিবার (২৪ মার্চ) হতে ৩০ মার্চ পর্যন্ত চলমান প্রদর্শনীর উদ্বোধন করেছেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদুর রহমান।

রবিবার বেলা ৩টায় উদ্বোধনীতে কক্সবাজার অঞ্চলের সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সশস্ত্র বাহিনীর সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক সামরিক সরঞ্জামাদির পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও বীরত্বগাঁথা, বর্তমান সরকারের পনের বছরে সশস্ত্র বাহিনীর উন্নয়ন এবং আধুনিকায়ন, দেশ ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর ভুমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদান এই প্রর্দশনীতে তুলে ধরা হয়েছে।

তিনি আরো জানান, বর্ণিত প্রদর্শনী আগামী ২৬ ও ৩০ মার্চ বেলা ১১টা হতে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আর ২৮ মার্চ বেলা ১১টা হতে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার জেলার সকল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন