পরিশ্রম, চেষ্টা ও ভাগ্য এই তিনের সমন্বয়ে মানুষের কর্মক্ষমতা সাধিত হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে মানুষের জীবন ১২টি রাশি ও ২৭টি নক্ষত্র দ্বারা ভাগ্য প্রভাবিত। রাশি অনুযায়ী শুভ ও অশুভ সময় নির্ধারণের জন্য মাহেন্দ্র-অমৃত যোগ, করণ, তিথি, নক্ষত্র, দন্ড, বারবেলা, কালবেলা ইত্যাদি পঞ্জিকা মতে অনুসরণ করলে চলার পথে কল্যান সাধন হয় ও সর্তক হওয়া যায়। পাশ্চাত্য সংখ্যা জ্যোতিষে (মার্চ-২০ থেকে ২৭) তারিখের রাশিফল বিচারে সাপ্তাহিক দিক নির্দেশনা দেওয়া হল:
মেষ: নিমন্ত্রণ আমন্ত্রণ ও আত্মীয়সমাগমে এ সপ্তাহ আপনার কাটবে এবং সাথে হয়ে যেতে পারে নতুন পারিবারিক বন্ধন। নিজেকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করুন। বুঝেনই তো আগে দর্শনধারী পরে গুণবিচারি। সপ্তাহের শেষ দিকে পেটের কোন রোগ আপনাকে কষ্ট দিতে পারে। অফিসে আপনার মূল্যায়ন বাড়বে। হাতের কাজ করবেন করবেন বলে অবহেলা করে রেখে দিবেন না।
শুভ সংখ্যা – ৯ ; শুভ রং – লাল ও বেগুনি।
বৃষ: কোথাও যেন নিজের মধ্যে ব্যাপক শুন্যতা অনুভব হবে। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও শরণাপন্ন হোন। মন খারাপ থাকলে বেরিয়ে আসতে পারেন; কিংবা কাছের কোন আত্মীয়ের বাসায় হঠাৎ ঢুঁ মারতে পারেন। যোগাযোগ শুভ। চাকরি বা ব্যবসায় মধ্যম যাবে। আপনার বেলকনিতে বা বাগানে ফুল বা সৌখিন গাছগুলোর যত্ন নিতে ভুলবেন না। ঘর দুয়ার গুছিয়ে রাখুন।
শুভ সংখ্যা – ৬ ; শুভ রং – সাদা, গোলাপী, সবুজ।
মিথুন: পাওনা টাকা আদায় হবে। দূরের যাত্রা শুভ। ঘরে নতুন অতিথি আসার শুভ সংবাদ আপনাকে আন্দোলিত করতে পারে। শেয়ার বাজার বা ফটকা কারবারি থেকে নিজেকে সরিয়ে আনুন। সন্তানের পড়ালেখা নিয়ে চিন্তিত হতে পারেন। ব্যাচলরদের জীবনে গাঁট বাঁধার সুসংবাদ আসতে চলেছে এ সপ্তাহে।
শুভ সংখ্যা – ৫ ; শুভ রং – সবুজ, সাদা ও নীল।
কর্কট: হঠাৎ করে মাথাব্যাথা বা স্বাস্থ্যগত শারীরিক অবনতি হতে পারে। শনি ও মঙ্গলের অশুভ ছন্নছাড়াযোগের প্রভাবে আর্থিক ও সম্মান নিয়েও টানাপোড়েন হতে পারে। মাথা ঠান্ডা রাখুন। শাক-সবজি বাড়িয়ে খান। সপ্তাহের শেষে ভালো অর্থযোগ লক্ষণীয়। স্ত্রীর শারীরিক যত্ম জরুরি। কেনাকাটা শুভ।
শুভ সংখ্যা – ২ ; শুভ রং – সাদা, হলুদ ও হালকা বেগুনী।
সিংহ: যতই পরিবার বা বন্ধু-বান্ধবের জন্য করুন দিনশেষে নাম পাবেন না এমন একটা মনোভাব আপনাকে ভিতরে ভিতরে কষ্ট দিবে। চাকরিজনিত কোন সুসংবাদ এ সপ্তাহের শেষে নিশ্চিত পেতে যাচ্ছেন। কর্ম সংক্রান্ত বিষয়ে প্রমোশন ও বদলির বিষয়ে মানসিক ভাবে প্রস্তুত থাকুন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজের গতি আসতে চলেছে। পরিবার নিয়ে ঘুরে আসুন। মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দিন।
শুভ সংখ্যা – ১ ; শুভ রং – লাল, হলুদ ও বেগুনী।
কন্যা: জমি সংক্রান্ত মামলা মোকাদ্দমার সুরাহা হবে। অবসর সময় কাটবে। যোগাযোগ শুভ। লেনদেন বাড়বে। নতুন ব্যবসায়ে হাত না দিলেই ভালো। উচ্চ পতনের আশংকা দেখা যায়। কারো সাথে ভাব সখ্যতা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে। দীর্ঘদিন যোগাযোগ হচ্ছে না এমন আত্মীয়স্বজনের জন্য খোঁজ নিন। প্রকৃতিকে খানিকটা সময় দিন।
শুভ সংখ্যা – ৫ ; শুভ রং – সবুজ, সাদা ও হালকা নীল।
তুলা: অতিরিক্ত দুশ্চিন্তা আপনার শারীরিক অবনতির কারণ হতে পারে। যা হচ্ছে যেমন হচ্ছে চলতে দিন। সপ্তাহের শেষে এর একটা চমৎকার সমাধান পাবেন নিশ্চিত। ঋণের চাপ বাড়তে পারে। দূরের যাত্রা শুভ। কেনাকাটা শুভ। কাছের মানুষ প্রতারণা করতে পারেনা । বড় কোন লেনদেন করার আগে চিন্তা করুন বারংবার। ফাস্টফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন।
শুভ সংখ্যা – ৬; শুভ রং – সাদা, সবুজ ও আকাশি
বৃশ্চিক: ভূমি বা স্থায়ী কোন সম্পত্তি লাভ হবে। বাবার শরীরের স্বাস্থ্যের প্রতি নজর দিন। অনেকগুলো কাজের চাপ থাকলে লিস্ট করে নিন। ঘুম কম হতে পারে। কোথাও পুরষ্কৃত হতে পারেন। অন্যকে সম্মান দিন নিজেও সম্মানিত হবে।
শুভ সংখ্যা – ৯ ; শুভ রং – লাল, সবুজ ও গোলাপি।
ধনু: পারিবারিক কলহ বাড়বে। প্রবাস শুভ। অবশ্যই যে কোন কাওকে কথা দেওয়ার আগে ভাবুন। শুভ কাজে বাধা আসতে পারে। সৃজনশীল কাজে সফলতা লক্ষ্য করা যায়। মেশিন, কম্পিউটার বা আসবাবপত্র ক্রয় শুভ।
শুভ সংখ্যা – ৩ শুভ রং – হলুদ, আকাশী ও হালকা গোলাপি।
মকর: সুযোগ থাকলে গরীব দুঃখীদের সহযোগিতা করুন। পশু পাখিকে খাওয়াতে পারেন। বড় কোন কর্মকর্তার সাথে আপনার যোগযোগের কারকতা লক্ষ্য করা যায়। সপ্তাহের শেষে ব্যস্ততা বাড়বে। লেনদেন শুভ।
শুভ সংখ্যা – ৮ শুভ রং – নীল, বেগুনি, সাদা, সবুজ।
কুম্ভ: পড়ালেখায় সাফল্য দেখা যায়। প্রতিযোগিতাপূর্ণ কোন কাজে সফলতা লক্ষ্য করা যায়। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হওয়ার কারণ আছে। বাগান চর্চা শুভ। ব্যাংক ব্যালেন্স বাড়বে। নতুন কোন দক্ষতা বা প্রশিক্ষনে যোগদিতে পারেন। কেনাকাটা শুভ। বাগবিতন্ডা এড়িয়ে চলুন।
শুভ সংখ্যা – ৪, ৮ ; শুভ রং – নীল , সবুজ, সাদা বেগুনি।
মীন: শারীরে কোন আঘাত আসতে পারে। দূরের যাত্রায় সর্তক থাকুন। কৌশলে কোন পরিচিত ব্যক্তি গোপনীয়তা হরণ করতে পারে। আগুন ও পানি থেকে সর্তক থাকুন। অর্থ সমাগম ভালো। সন্তানের সফলতা আপনাকে আনন্দিত করবে। পাওনা টাকা আদায় হবে। অস্থির হবেন না, ধৈর্য্য ধরুন সামনে সুসংবাদ আসছে।
শুভ সংখ্যা – ৩ ও ৭ ; শুভ রং – হলুদ, আকাশী ও ক্রীম সাদা।
আচার্য্য নারায়ন শাস্ত্রী। অধ্যাপনা ছাড়াও বৈদিক ও সংখ্যা জ্যোতিষ নিয়ে কৌতুহল রয়েছে। দীর্ঘ অভিজ্ঞতায় ইতোপূর্বে বেশ কিছু ভবিষ্যত দিক নির্দেশনা তাকে প্রশংসিত করেছে। পত্র-পত্রিকায় লেখালেখি করেন। জ্যোতিষ বিষয়ে পরামর্শের জন্য যোগাযোগ – ০১৩০৬৪৩৭৮৫৮ ।