বাংলাধারা ডেস্ক»
রাশিয়া থেকে তেল কেনা যায় তার উপায় খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা গণমাধ্যমের কাছে তুলে ধরেন।
বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী রাশিয়া থেকে তেল কেনার উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি করতে পারে, তাহলে আমরা কেন পারব না?
রাশিয়া থেকে তেল আমদানি করার ক্ষেত্রে বিনিময় মুদ্রা কী হবে তারও একটি সমাধান খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান এম এ মান্নান।
বাংলাধারা/আরএইচআর