চন্দনাইশে রাসেল’স ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে মারা হয়েছে চারটি সাপ ।
রোববার (২৩ জুন) সকাল ১১টার দিকে পাহাড়ি অঞ্চল ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা এলাকায় এসব সাপকে পিটিয়ে মারা হয়।
দোহাজারী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, রাসেল’স ভাইপার সন্দেহে যে সাপগুলো মারা হয়েছে আসলে সাপগুলোর নাম বাফ ডোরাকাটা কিলব্যাক (দাগি ঢোঁড়া)। এগুলো বিষহীন কলুব্রিড সাপের প্রজাতি। এশিয়া অঞ্চলে সাপগুলো পাওয়া যায়।
তিনি বলেন, এধরনের সাপগুলো আমাদের সম্পদ। এগুলো রক্ষা করতে হবে। আমরা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছি।