ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

রিয়াল মাদ্রিদের দি মারিয়ার চোখ এখন বার্সেলোনায়

স্পোর্টস ডেস্ক »

রিয়াল মাদ্রিদের লা ডেসিমা জয়ের অন্যতম নায়ক আনহেল দি মারিয়ার চোখ এখন বার্সেলোনায়। পিএসজির সাথে চুক্তি শেষ হওয়ায় ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিতে পারেন ন্যু ক্যাম্পে। আর এটা ঘটলে দি মারিয়া হয়ে যাবে সে কয়েকজন খেলোয়াড়দের একজন যারা এই দুই চিরপ্রতিদ্বন্ধী ক্লাবের জার্সি গায়ে চড়িয়েছেন।  

আর্জেন্টাইন এই উইঙ্গার চলতি মৌসুমে পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছে। নতুন মৌসুমে তার সাথে চুক্তি বাড়াতে আগ্রহী নয় প্যারিসের ক্লাবটি। দলবদলের এই সময়ে তাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে জুভেন্টাস, বার্সালোনার মত জায়ান্ট ক্লাবেরা। জুভেন্টাস তাকে দুই মৌসুমের চুক্তি অফার করলেও ইউরোপের মঞ্চে এক মৌসুমের বেশী খেলতে চান না মারিয়া। রিয়ালের ইতিহাসের একজন হয়েও বার্সায় তার খেলতে কোনো বাঁধা নেই বলে জানিয়েছেন গণমাধ্যমকে। আনহেল দি মারিয়া যদি বার্সায় যোগ দেন তাহলে লুইস ফিগো কিংবা রোনালদো নাজারিওর মত আরেকবার ফুটবল বিশ্ব এমন ঘটনার মুখোমুখি হবে।  

অর্থনৈতিক ভাবে ধুঁকতে থাকা বার্সালোনা উসমান ডেম্বেলেকে নিয়ে ভালো নেই। অনেক টাকা ট্রান্সফার ফি দিয়ে নতুন কোনো উইঙ্গার কেনার মত সক্ষমতাও নেই। সে সময় ফ্রি এজেন্ট আনহেল দি মারিয়া নিশ্চয়ই বার্সার জন্য আশীর্বাদ।

আরও পড়ুন