ksrm-ads

১ মে ২০২৫

ksrm-ads

রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৮মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের ফয়েজ লেকের গ্যালারিয়া এম্বিয়েন্স ব্যাংকুইট হলে আয়োজিত এ অনুষ্ঠানে রিহ্যাব নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে রিহ্যাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোঃ ওয়াহিদুজ্জামান অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তিনি রিয়েল এস্টেট খাতের উন্নয়নে রিহ্যাবের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়া রিহ্যাবের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মনজুরুল ফরহাদ, এ এফ এম ওবায়দুল্লাহ, রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান ও মোঃ লাবিব বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যরা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। ইফতার শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন