বাংলাধারা প্রতিবেদক »
নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৯ সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯টি ছোরা, ১টি কাটার ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়।
সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে ৭ নম্বর বাস কাউন্টার সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— রতন দত্ত (৪২), জানে আলম সোহাগ (৪২), মো. ইকবাল হোসেন (৩৫), মোহাম্মদ রনি (৩২), মো. দেলোয়ার হোসেন (২৮), মো. বাদশা (২৫), মো. সোহেল (২৩), কাওছার (২০) ও মিনহাজ উদ্দিন নয়ন (২০)।
আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, ‘১০-১২ সদস্যের একটি ডাকাত দল রিয়াজউদ্দিন বাজারের ৭ নম্বর বাস কাউন্টার সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচে অন্ধকার স্থানে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে— এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ডাকাত দলের ৯ সদস্যকে আটক করা হয়।’
ওসি বলেন, ‘এসময় তাদের কাছ থেকে ৯টি ছোরা, ১টি কাটার ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়। আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে একাধিক ডাকাতি, অস্ত্র ও চুরির মামলা রয়েছে।’
পরবর্তী আইনানুগ ব্যবস্থার গ্রহণের জন্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বাংলাধারা/আরএইচআর