ksrm-ads

১৯ ফেব্রুয়ারি ২০২৫

ksrm-ads

রুনা খানের সাহসী রূপান্তর: যৌনকর্মীর জীবনের অন্তর্দৃষ্টি 

রুনা খান অভিনীত নতুন সিনেমা “নীলপদ্ম” । যেখানে তিনি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির শুটিং হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে, যেখানে তিনি প্রথমবারের মতো শুটিং করেন। সেখানে তিনি যৌনকর্মীদের জীবন ও সামাজিক অবস্থান অনুধাবনের চেষ্টা করেন এবং তাদের সঙ্গে সময় কাটান ।রুনা খানের এই অভিনয় তার চরিত্রের গভীরতা ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে।

রুনা খান বলেন, “ওরা যৌনকর্মী, এটা ওদের পেশা। ওরা ওই কাজটা করেই জীবিকানির্বাহ করে… এছাড়া আমি-আপনি আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা শুধু মানুষ।”

সিনেমাটি ২৩তম ঢাকা চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে প্রদর্শিত হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ