ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

রেডিসনে বিয়ের আমেজ: ‘মুনস’র মিলছে লাখ টাকার লেহেঙ্গা

বাংলাধারা প্রতিবেদন »

অন্যদিনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন ধাচে সেজেছে নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হল। যে কেউ ভেতরে প্রবেশ করলেই মনে হবে কোন এক বিয়ে বাড়িতে এসেছেন। কারণ মেজবান হলে প্রবেশ করার পর চোখে পড়বে ঘোড়ার গাড়ি, ৬০ ফুট দৈর্ঘ্য আর ২৪ ফুট প্রস্থের বিয়ের মঞ্চ। তরুণ-তরুণীরা ব্যস্ত মুঠোফোনে ছবি তুলতে, আবার কেউ কেউ ক্যামেরায়ও ছবি তুলে স্মৃতির ভাণ্ডার সমৃদ্ধ করছেন। সেই সাথে আজই শেষ হচ্ছে বর্ণাঢ্য এই আয়োজন।

তাদের একজন রাকিব হাসান বাংলাধারাকে জানান, পাঁচ তারকা হোটেলে বিয়ের মঞ্চ দেখে আমি মুগ্ধ। সবকিছুতেই সৃজনশীলতার ছোঁয়া আছে।

সদ্য চাকরিপ্রাপ্ত মো. ইউসুফ বলেন, বিয়ের অনুষ্ঠান রেডিসনে করতে পারব কি না জানি না। তাই সাজানো মঞ্চে ছবি তুলে স্মৃতির ভাণ্ডার সমৃদ্ধ করছি।

সাহেলা বেগম জানান, সন্তানের বিয়েতে ঝামেলা কমাতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের হাতে সকল দায়িত্ব ছেড়ে দেয়ার কথা ভাবছি। সেই সাথে চট্টগ্রামের বাইরে না গিয়ে বিয়ের কেনাকাটা এখান থেকে করার আগ্রহ রয়েছে।

এভাবে শুক্রবার (১৮ অক্টোবর) শত শত তরুণ-তরুণী, বিভিন্ন বয়সের দম্পতি তাদের সন্তানদের নিয়ে ভিড় জমান ভায়োলেন্ট ইনকর্পোরেশনের আয়োজনে ‘দি গ্র্যান্ড ওয়েডিং এক্সপো ২০১৯’-এ। 

‘দি গ্র্যান্ড ওয়েডিং এক্সপো-১৯’ এ বিশেষ অফার নিয়ে এসেছে ঢাকার ফ্যাশন হাউস ‘মুনস’। মেলার ৯ ও ১০ নম্বর স্টলে রয়েছে মুনসের কালেকশন।

দর্শণার্থীরা এখান থেকে মুনসের পোশাক সংগ্রহ করতে পারবেন। মুনসের পাঞ্জাবী পাওয়া যাবে ১১৯৫ টাকা থেকে, শাড়ি পাওয়া যাবে ২৯৯৫ টাকা থেকে, আনস্টিচ থ্রিপিচ ১৫৯৫ এবং টপস পাওয়া যাবে ১১৯৫ টাকা থেকে।

একাধিক স্টল ঘুরে দেখা যায়, মেলাতেই আছে ৭৯ হাজার টাকা দামের শাড়ি। যেটি তৈরি করেছে মুনস বুটিকস। মুনসের হেড অব এইচআর রিয়াজ আহমেদ জানান, নিজস্ব কারখানায় নিজেদের কারিগর দ্বারা তৈরি এই শাড়ি যেমন নান্দনিক, তেমনি ব্যবহারেও প্রকাশ পাবে আভিজাত্য। সেই সাথে মুনসে লেহেঙ্গা পাওয়া যাচ্ছে ১ লাখ ৯৫ হাজার টাকায়। তবে মেলা উপলক্ষে ৩০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।

তাছাড়াও, মুনসের স্টল পরিদর্শন করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন জানান, মুনসের তৈরি পোশাক ও দেশীয় ডিজাইন দেখে আমি মুগ্ধ। এটি সহজেই মানুষের নজর কাড়তে পারবে বলে আমার বিশ্বাস।

এছাড়াও রয়েছে বিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি থেকে সমাপনী পর্যন্ত যাবতীয় আনুষঙ্গিক উপস্থাপনা। পাশাপাশি ওয়েডিং প্ল্যানের জন্য পরামর্শ দাতা প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের মেন্যু ও ভেন্যু বাছাইয়ের সুযোগ, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ওয়েডিং মেকআপ, ওয়েডিং এক্সপার্ট ডিজাইনারদের তৈরি পোশাক ও জুয়েলারিসহ আকর্ষণীয় সব আয়োজন।

এছাড়াও শাড়ি, শেরওয়ানী, গহনা, মেহেদি, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফুল, আসবাবপত্র, হানিমুন প্যাকেজসহ ওয়েডিংবিষয়ক ৫৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

হাউজ অব আহমেদের প্রতিষ্ঠাতা আহমেদ তুহিন রেজা জানান, মেলার প্রদর্শনীতে তাদের শেরওয়ানির সর্বোচ্চ মূল্য দুই লাখ টাকা।

পিটুপি লাইফ স্টাইলের চেয়ারম্যান ও চিফ ডিজাইনার সাদমান সাইকা সেফা জানান, মেলায় এক লাখ ১০ হাজার টাকা মূল্যের লেহেঙ্গা প্রদর্শন করছি। কোনো ক্রেতা যদি আরো বেশি টাকা খরচ করতে চান, তাতে তার মূল্য এবং কোয়ালিটি আরো বৃদ্ধি পাবে।

মেলায় তরুণীদের হাত রাঙাতে ‘রং মেহেদি’ হাজির হয়েছে তাদের নতুন নতুন সব ডিজাইন নিয়ে। রং মেহেদি মেলা উপলক্ষে মেহেদি দেওয়াতে রেখেছে বিশেষ ছাড়! ব্রাইডাল মেহেদি ২ হাজার টাকা। দু’হাতের উভয় পাশে সিঙ্গেল করে মেহেদি পরার মূল্য ৪শ’ টাকা। যার নিয়মিত দাম ৬শ’ টাকা। এছাড়া মেহেদির খরচ নির্ভর করবে মেহেদির ডিজাইন কেমন হবে তার ওপর। মেহেদির টিউবগুলোর দাম পড়বে ৫০ থেকে ২০০ টাকা।

মুনস্টার পেইন্টসের সিনিয়র কর্মকর্তা এসএএম মামুন বলেন, মুনস্টার পেইন্টস চট্টগ্রামেরই পণ্য। এই মেলা যেহেতু চট্টগ্রামকে প্রতিনিধিত্ব করছে তাই আমরাও সাথে থাকতে মেলায় স্পন্সর করেছি।

রেডিসনের গণসংযোগ কর্মকর্তা রাহফাত সালমান বাংলাধারাকে জানান, ‘দি গ্র্যান্ড ওয়েডিং এক্সপো’ একই ছাদের নিচে বিয়ের আয়োজনের সবকিছু একত্র করার একটা প্রয়াস। এটি চতুর্থ আয়োজন। চট্টগ্রামের ঐতিহ্যকে ধারণ করে সামনের দিনেও রেডিসন আরো নতুন নতুন কিছু নগরবাসীকে উপহার দেবে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এই মেলার উদ্বোধন করেন। মেলা সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০ টাকা, র‌্যাফেল ড্র বিজয়ীদের জন্যও রয়েছে আকর্ষণীয় গিফট ভাউচার।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন