বোয়ালখালী প্রতিনিধি »
‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ চার জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে বুধবার ( ৯ ডিসেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।
এতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম জিন্নাত সুলতানা।
সুচয়ন সেনগুপ্তের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, কৃষি অফিসার কৃষিবিদ মো. আতিক উল্লাহ্, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজন্তা ইসলাম, মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার ও সমাজ সেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।
এবার বোয়ালখালীতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৪জনকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। এরমধ্যে সফল জননী হিসেবে উপজেলার পশ্চিম গোমদন্ডী হাজারীরচর গ্রামের ডলি বড়ুয়া। এছাড়া অনেক ঘাতপ্রতিঘাত ডিঙ্গিয়ে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ায় রাজিয়া বেগম, নির্যাতনের বিভিষিকাময় দিন অতিবাহিত করা শিরিন আকতার ও চরাই উৎরাই পার করে সমাজ উন্নয়নে অবদান রাখায় শাহীন আকতারকে সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাধারা/এফএস/এআর