স্পোর্টস ডেস্ক »
দুর্দান্ত ফর্মটা দেশের জার্সিতেও ধরে রেখেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এই ম্যানইউ উইঙ্গার কাল রাতে করলেন জোড়া গোল। তার জোড়া গোলে ভর করে পর্তুগাল সুইজারল্যান্ডকে হারালো ৪-০ ব্যবধানে।
ঘরে মাঠে রোনালদোদের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলো সিআর সেভেনের মা মারিয়া দোলোরেস। ছেলের জোড়া গোলে গ্যালারিতে উচ্ছ্বাসে কাঁদতে দেখা যায় তাকে।
উয়েফা নেশন্স কাপের এই ম্যাচে পর্তুগালের জার্সিতে বাকি দুই গোল করেন জোয়াও ক্যানসালো এবং উইলিয়াম কারভালহো।