বাংলাধারা ডেস্ক »
রোহিঙ্গা প্রত্যাবাসনে ফ্রান্স সহযোগিতা অব্যাহত রাখবে। এমনটি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত জাঁ মারি সু। রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে ফ্রান্স তাদের সহযোগিতা অব্যাহত রাখবে।
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহও প্রকাশ করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত। তিনি বলেন, তাদের টেকসই জ্বালানি-নীতি রয়েছে। তারা বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা করতে আগ্রহী।
বুধবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে গিয়ে দেখা করেন ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বঙ্গবন্ধু- ২ স্যাটেলাইট উৎক্ষেপণে সহায়তার ব্যাপারে তার দেশের আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যেরও প্রশংসা করেন জাঁ মারি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বলেন, বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ থেকে রক্ষার জন্য ২২ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে তার সরকার সক্ষম হয়েছিল। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ট্রাস্ট ফান্ড গঠন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বনায়ন বাড়ানো হচ্ছে। দলীয় নেতাকর্মীরা বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নিচ্ছে।
শেখ হাসিনা ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফরাসি দার্শনিক আন্দ্রে মার্লো এবং দেশটির জনগণের সমর্থনের কথা স্মরণ করেন।
বাংলাদেশের ৯৪ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল মানুষের কথা চিন্তা করে সরকার সব ধরনের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে। দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে ফ্রান্সের রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
সাক্ষাতে সমুদ্র অর্থনীতি, লিঙ্গ অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ