ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড

বাংলাধারা ডেস্ক» 

ইয়াবা পাচার মামলায় মো. আরিফ (৩৬) নামে এক রোহিঙ্গা যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন কক্সবাজার জেলা আদালত। এবং তাকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।  আরিফ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ২য় ডি ব্লকের মৃত আবদুল মোনাফের ছেলে।   

আজ (৯ জুন) দুপুরে কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী (এপিপি) রঞ্জিত দাশ গণমাধ্যমকে রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে উখিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার এলাকা থেকে সাত হাজার পিস ইয়াবাসহ আরিফকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা হলে তা তদন্ত করে পুলিশ। মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ আদালত এ রায় দেয়।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ