ksrm-ads

৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

রোহিঙ্গা সন্ত্রাসীর গুলিতে যুবলীগ নেতা খুন, প্রতিবাদে সড়ক অবরোধ

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী তাকে খুব কাছ থেকে গুলি করে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

নিহত ওমর ফারুক (২৪) হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার আব্দুল মুনাফ সওদাগরের ছেলে ও হ্নীলা ইউনিয়ন যুবলীগ ৯নং ওয়ার্ড সভাপতি এবং জাদিমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

এদিকে, যুবলীগ নেতা ওমর হত্যার প্রতিবাদে সড়কে নেমে এসে বিক্ষোভ করেছেন হাজারো স্থানীয় জনতা। তারা শুক্রবার সকাল থেকে টেকনাফ কক্সবাজার সড়কের জাদিমুরা এলাকায় অবরোধ করে বিক্ষোভ অব্যাহত রেখেছে। বেলা ২টা পর্যন্ত অবরোধ অব্যহত ছিল। এসময় তারা হত্যাকারী রোহিঙ্গা স্বশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে স্লোগান দেয়।

খবর পেয়ে টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম, ইউএনও মো. রবিউল হাসান, সহকারী কমিশনার আবুল মনসুর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশসহ র‌্যাব-পুলিশ ও অন্যান্য আইন শৃংখলা বাহিনী ঘটনাস্থলে যান। বেলা ৩টা পর্যন্ত তারা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে জনতাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছিলেন ।

নিহতের পিতা জানান, কোন কারণ ছাড়াই রোহিঙ্গা ডাকাত নুর মোহাম্মদ ও সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী তার ছেলেকে খুন করেছে।

প্রত্যক্ষদশীরা জানান, ওমরকে ডাক দিয়ে বাড়ি থেকে বের করে কে বা কারা। তিনি বের হয়ে স্কুল সংলগ্ন জাদিমুরা বাজারে একটি দোকানে কেনাকাটা করছিলেন। অতর্কিতে অস্ত্রধারীরা সেখানে গিয়ে তাকে টেনেহিচড়ে অন্ধকার স্থানে নিয়ে গুলি করে সটকে পড়ে। ঘটনায় অর্ধশতাধিক অস্ত্রধারী রোহিঙ্গা অংশগ্রহন করে। তারা হত্যাকান্ড শেষে দলবেঁধে শালবাগান পাহাড়ের দিকে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএম সামসোদ্দোহা জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন