১৭ নভেম্বর ২০২৫

 র‍্যাবের জালে ধরা হত্যা চেষ্টার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি 

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকার পশ্চিম সুপারীওয়ালা পাড়া থেকে ১৯ বছর ধরে পলাতক থাকা ফেনীর একটি হত্যা চেষ্টার মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শনিবার (৩ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোবারক হোসেন ওরফে মাওলা (৪৫) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি ফেনী সদর মডেল থানার একটি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ছিলেন এবং ২০০৬ সাল থেকে পলাতক ছিলেন।

র‍্যাব-৭ এর তথ্য অনুযায়ী, ২০০৬ সালের ১৪ ফেব্রুয়ারি ফেনী সদর মডেল থানায় দায়ের হওয়া মামলা (নম্বর-২০) অনুযায়ী মোবারকের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। মামলার রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

র‍্যাব জানায়, ডবলমুরিং থানার দেওয়ানহাট পশ্চিম সুপারীওয়ালা পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোবারককে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে উক্ত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেন।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রবিউল হাছান সরকার জানান, গ্রেপ্তারকৃত মোবারক হোসেনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন