ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

লকডাউন বাস্তবায়নে আনোয়ারায় ম্যাজিস্ট্রেটের অভিযান, জরিমানা আদায়

আনোয়ারা প্রতিনিধি »

সরকারের ঘোষিত সাত দিনের লকডাউন বাস্তবায়ন করতে আনোয়ারায় মাঠে রয়েছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর টিম। তারা কয়েকটি দলে ভাগ হয়ে দায়িত্ব পালন করছে।

শুক্রবার (২ জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে উপজেলার কালাবিবির দিঘীর মোড় সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় হোটেল, যানবাহনসহ ১০টি মামলায় সাড়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বিনা কারণ বাহিরে ঘুরাফেরা করা লোকদেরকে সতর্ক করা হয়।

এদিকে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হলেও সাধারণ জনগণকে ঘরমুখো করা যাচ্ছে না। সুযোগ পেলেই ঘর থেকে বেরিয়ে পড়ছে। প্রশাসনের সামনে পড়লে নানান অজুহাত দাঁড় করাচ্ছে। তবে এখনো অনেককে মাস্ক ছাড়া ঘুরাফেরা করতে দেখা যাচ্ছে। প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের এসব অজুহাত যাচাই বাছাই করে সন্দেহ হলে জরিমানা সহ শেষ বারের মত সতর্ক করে দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, লকডাউনের দ্বিতীয় দিনে আনোয়ারা উপজেলায় মাঠে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে উপজেলার বিভিন্ন স্পটে কয়েক ভাগে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসময় দোকানপাট খোলা রাখা ও যানবাহন চলাচলের কারণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আগামীতে প্রশাসনের পক্ষ থেকে আরো কঠোর অবস্থান গ্রহণ করা হবে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন