বাংলাধারা প্রতিবেদন »
লক্ষীপুরের চররুহিতা এলাকা থেকে ৩’শ টি ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (২২ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে একটি দল সদর থানার ৪ নং চররুহিতা ইউনিয়নের রৌশন আলি বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আকবর হোসেন খোকন (৪৯) ওই এলাকার আনোয়ারুল হকের ছেলে।
পরিদর্শক মোহাম্মদ সোলাইমান বাংলাধারাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে আকবর হোসেনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার খাটের তোষকের নিচে থেকে তিনটি জিপারযুক্ত পলিথিনের প্যাকেটে রাখা ৩০০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আকবর শ্বিকার করে যে সে বেশ কিছুদিন যাবৎ ওই এলাকায় ইয়াবার ব্যাবসা করে আসছিল।
গ্রেফতার আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের এই চৌকষ কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/এমআর