ksrm-ads

৫ অক্টোবর ২০২৪

ksrm-ads

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর গলা কেটে ৬ লাখ টাকা লুট

বাংলাধারা ডেস্ক »

লক্ষ্মীপুর সদর উপজেলার কাজীর দিঘীর পাড় এলাকা থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে পুলিশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ব্যবসায়ী আলমগীর রায়পুর উপজেলার সাইচা এলাকার মৃত বশির উল্ল্যাহর ছেলে। 

স্বজনরা জানান, আলমগীর মান্দারী বাজারের এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ পাওনা টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা ওই টাকা লুটে নিয়ে তাকে হত্যা করে বলে দাবি করেন তারা। 

পুলিশ জানায়, আলমগীর মান্দারী এলাকার জনৈক ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আদায় করতে যান। পরে রাত ৯টার দিকে মুঠোফোনে পরিবারের কাছে ৬ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছেন বলে জানান তিনি। ওই সময় রায়পুরের বাসাবাড়িতে তার অবস্থান ছিল বলে জানান। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে খোঁজাঝুজি করে তার সন্ধান পায়নি পরিবার। সকালে গলাকাটা লাশের সন্ধান পেয়ে ঘটনাস্থলে এসে আলমগীরের মৃতদহে শনাক্ত করে স্বজনরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান,ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন