লামা প্রতিনিধি »
“বায়ু দূষণ রোধ করি, বাসযোগ্য ভবিষ্যৎ গড়ি” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে লামায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস- ২০১৯। বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও বৃক্ষ রোপনের মধ্য দিয়ে লামা উপজেলা প্রশাসন ২০ জুন ২০১৯ইং দিবসটি পালন করে। দিবসটি পালনে এনজিও সিসিআরপি-বিএইচডিসি, তাজিংডং, কারিতাস (স্যাপলিং ও এগ্রো ইকোলজি প্রজেক্ট) তৈমু ও হেলেন কেলার ফাউন্ডেশন সহায়তা করেন। উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি’র সভাপতিত্বে দিবসটি পালিত হয়।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিলকী রাণী দাশ, প্রধান শিক্ষক লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এএম ইমতিয়াজ, সমন্বয়কারী একটি বাড়ি একটি খামার প্রকল্প, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজী প্রভাষক এম তমিজ উদ্দিন ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।
এছাড়া বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও জনসাধারণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, পরিবেশ, বন্যপ্রাণী, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতার কোনো বিকল্প নেই। শিক্ষাই হতে পারে সে সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধির একমাত্র হাতিয়ার। পরিবেশ কারো একার নয়, সকলের উচিত একে দূষণের হাত থেকে রক্ষা করা। তিনি পরিবেশ দিবসকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেবার আহবান জানান।
উল্লেখ্য, ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর সারা বিশ্বের ১০০টিরও বেশি দেশে এ দিবস পালন করা হয়।
বাংলাধারা/এফএস/এমআর/বি