১৪ নভেম্বর ২০২৫

লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণীর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণীর নতুন সেবা বর্ষের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ এবং ডিজি টিমকে অভ্যর্থনা জানানো অনুষ্ঠান গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় সিএলএফ-এর প্রকৃতি হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর মাননীয় গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ।

দুই পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী প্রেসিডেন্ট লায়ন শফিউল আজম সেলিম এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নতুন সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন হেলেনা ইয়াসমিন মিঠু। শপথ বাক্য পাঠ করান লায়ন পলাশ ধর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন এস. এম. মোখলেসুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, লায়ন আবু বক্কর সিদ্দিকী, লায়ন কাজী জহিরুল ইসলাম, লায়ন মির্জা আকবর আলী চৌধুরী, লায়ন নেছার আহমেদ এবং লায়ন হাজী দেলোয়ার হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন কামরুল হাসান হারুন, লায়ন তারেক কামাল, লায়ন হুমায়ুন কবির, লায়ন চন্দন দাশ, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন সায়মা সুলতানা, লায়ন শারমিন সুলতানা মৌ, লায়ন নুসরাত জাহান, লায়ন খোরশেদ আলম, লায়ন আবরার আহমেদ, লায়ন সিরাজুল ইসলাম ও লায়ন আকতার ফারুকসহ অন্যরা।

অগ্রণীর লিও ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লিও সানজিদুল ইসলাম সায়মন, লিও অনুপ কুমার দাশ, লিও অহিদুল আলম রকি, লিও জাহেদা আক্তার টুম্পা এবং লিও জাহেদা বেগম প্রমুখ।

সন্ধ্যার মনোরম এ আয়োজনে মাননীয় গভর্নর ২০২৫-২৬ সেবা বর্ষের নতুন প্রেসিডেন্টের কাছে গংবেল হস্তান্তরের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ সম্পন্ন করেন। অনুষ্ঠানের শুরুতে ডিজি টিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাব সেক্রেটারি লায়ন নুসরাত জাহান।

আরও পড়ুন