বাংলাধারা প্রতিবেদন
চট্টগ্রাম নগরীর লালখানবাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাফায়েত হোসেন নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত সাফায়েত পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি ফেনী দাগনভূঞা উপজেলার রাজাপুর মিয়া বাড়ির মীর হোসেনের ছেলে। বর্তমানে নগরের খুলশী থানার রেলওয়ে কলোনীতে বসবাস করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
সাফায়েতের স্বজনরা জানিয়েছেন, টাইগারপাস থেকে লালখান বাজারের দিকে যাচ্ছিলো সাফায়েত। নতুন চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ের সামনে রাস্তায় ২ জন ছিনতাইকারী তার মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় ছুরি দিয়ে কোমরে, পায়ে ও হাতে আঘাত করে। রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
খুলশী থানার ওসি (তদন্ত) আফতাব হোসেন জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওই শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পেয়েছি। আঘাতকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
বাংলাধারা/এফএস/এআই