বাংলাধারা প্রতিবেদক»
সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোণে নিহতদের লাশের দাবি নিয়ে আসা স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু হয়েছে।
আজ (৬ জুন) সোমবার সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নমুনা সংগ্রহ করা হচ্ছে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ফরেনসিক টিম ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহে কাজ করছে। সংগ্রহীত নমুনা গুলো পরীক্ষার জন্য ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে ফলাফল আসতে মাসখানেক সময় লাগতে পারে।