বাংলাধারা প্রতিবেদন »
বাকলিয়া থানাধীন রসুলবাগ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর মোঃ লোকমান হাকিম (২৮) হত্যা মামলার পলাতক আসামী প্রীতিরাজ সাহা প্রকাশ শুভ্র (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত প্রীতিরাজ সাহা প্রকাশ শুভ্র চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার অশীত বরণ বিশ্বাসের বাড়ীর সেন্টু লাল সাহার ছেলে।
বাকলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, গ্রেফতার প্রীতিরাজ সাহা প্রকাশ শুভ্রকে যথাযথ নিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জঙ্গি, সন্ত্রাস, মাদক প্রতিরোধ এবং ইভটিজিং সহ যেকোন ধরণের তথ্য থাকলে সংবাদ দিয়ে বাকলিয়া পুলিশকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল রাত সোয়া ৯ টার দিকে প্রীতিরাজ সাহা প্রকাশ শুভ্র তার সহযোগীদের নিয়ে লোকমানকে গুলি করলে কপালে ও মাথার মধ্যখানে গুলি লেগে গুরুতর রক্তাক্ত ও জখম প্রাপ্ত হয়। পরবর্তীতে লোকমান হাকিম চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম