ksrm-ads

১৬ মার্চ ২০২৫

ksrm-ads

লোহাগাড়ায় অবৈধ বালু মহালে ম্যাজিস্ট্রেটের হানা

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নে পৃথক অভিযানে অবৈধভাবে তোলা ৩ লাখ ৭৯ হাজার ৭৫০ ঘনফুট বালি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ মে) বিকেলে পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। এসময় নিস্ক্রিয় করে দেয়া হয় বালি উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ ।

জানা যায়, উপজেলার চুনতি ইউনিয়নের জামতল এলাকা থেকে ৩২ হাজার ৪শ’ ঘনফুট, কিল্লাঘোনা বাজারের উত্তর পাশ থেকে ৩৬ হাজার ঘনফুট, ঘোড়ারচর ফারেঙ্গা খালের মুখ থেকে ৬১ হাজার ৫শ’ ঘনফুট, পেক্কাছড়ি ব্রিজের পাশ থেকে ৪৩ হাজার ৮৫০ ঘনফুট ও পুটিবিলা ইউনিয়নের সড়াইয়া এলাকা থেকে ২ লাখ ৬ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

আরও পড়ুন