১৩ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় উদ্বোধনের আগেই নতুন নির্মিত ব্রিজে ফাটল, স্থানীয়দের ক্ষোভ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে উদ্বোধনের আগেই নতুন নির্মিত একটি ব্রিজে ফাটল দেখা দিয়েছে। এতে এলাকাজুড়ে চাঞ্চল্যের পাশাপাশি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্প’-এর আওতায় কুমিরাঘোনা বায়তুশ শরফ সড়কে মহাবোধী বিহার সংলগ্ন খালের উপর বক্স কালভার্ট (ব্রিজ) নির্মাণ করা হয়। প্রায় ৯.১৫ মিটার দীর্ঘ এ ব্রিজ নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৩৩ লাখ ১৭ হাজার ৯৫১ টাকা।

প্রকল্পটি বাস্তবায়ন করে মের্সাস চৌধুরী ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, কাজটি বাস্তবে করেছেন চরম্বা ইউনিয়নের ইউপি সদস্য জসিম উদ্দিন হেলালীর মালিকানাধীন মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ। অভিযোগ উঠেছে, তারা নিম্নমানের ইট, সিমেন্ট ও বালু ব্যবহার করে নির্মাণ সম্পন্ন করেন।

গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সংযোগ সড়কে মাটি ভরাটের কাজ শুরু হলে হঠাৎ ব্রিজটির পশ্চিম পাশে ফাটল দেখা দেয়। এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের অভিযোগ বর্ষা মৌসুমে তড়িঘড়ি করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ শেষ করা হয়েছে, আর তদারকির সময় কর্তৃপক্ষ চোখ বুজে থেকেছে।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ বলেন, “ব্রিজটা এখনও চালু হয়নি, তার মধ্যেই ফাটল ধরেছে। যখন যানবাহন চলাচল শুরু হবে তখন কী অবস্থা হবে, সেটাই আমাদের চিন্তা।”

আরেক বাসিন্দা আব্দুর রহিম বলেন, “এমন নাজুক ব্রিজে গাড়ি চলাচল শুরু হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এর সঠিক তদন্ত চাই।”

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ হানিফ জানান, কাজটি তিনি সাব-কন্ট্রাক্টে জসিম উদ্দিন মেম্বারকে দিয়েছিলেন। তিনি আরও বলেন, “যেহেতু কাজটা উনি করেছেন, কোনো সমস্যা হলে তারই সমাধান করা উচিত।”

অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদ আহমেদ জাকির জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখবেন।

অভিযুক্ত ইউপি সদস্য জসিম উদ্দিন অবশ্য দাবি করেছেন, ব্রিজের মূল কাঠামো অক্ষত আছে। “সামান্য ফাটল দেখা দিয়েছে। প্রয়োজনে আমরা ঠিক করে দেব।” তিনি বলেন।

উল্লেখ্য, এর আগে মাত্র দুই মাস আগে উপজেলার চরম্বা ইউনিয়নে আরেকটি ব্রিজ উদ্বোধনের আগেই ফাটল ধরে ভেঙে পড়েছিল। ফলে একের পর এক এ ধরনের ঘটনায় স্থানীয়দের আস্থা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ