ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে করোনা টিকাদান শুরু

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

উদ্বোধনের পর প্রথম টিকা নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ করোনা টিকা নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে জানান, টিকা নেয়ার চারঘণ্টা পার হলেও তাদের কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।বর্তমানে তারা সুস্থ রয়েছেন।কোন ধরনের গুজবে কান না দিয়ে সুস্থ থাকতে করোনা টিকা নেয়ার পরামর্শ দিয়েছেন তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ বলেন, প্রথমদিন এ উপজেলায় ২০ জনকে করোনা টিকা প্রদান করা হয়েছে এবং প্রথম ধাপে দুইমাসে সাড়ে ৮ হাজার মানুষ করোনা টিকা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, প্রথমে ৫৫ বছরের বেশি বয়সীদের টিকা দেয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদে টিকা নেওয়ার রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন