ksrm-ads

২২ মার্চ ২০২৫

ksrm-ads

লোহাগাড়ায় গাছে ঝুলছিল যুবকের মরদেহ

কালুরঘাটে টেম্পুচাপায় প্রাণ গেল কলেজছাত্রীর বাকঁখালী

লোহাগাড়া প্রতিনিধি  : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বায় গাছের ঝুলন্ত থাকা অবস্থায় আবিদুর রহমান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ মে) সকালে ইউনিয়নের খলিফা পাড়ায় স্থানীয় লোকজন রশি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে থাকা মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল মরদেহটি উদ্ধার করে।

নিহত আবিদুর রহমান ওই এলাকার হাজী বদিউর রহমানের পুত্র। স্থানীয় ইউপি সদস্য মো. কালু বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে সে বাড়ি থেকে বের হয় কিন্তু রাতে বাসায় ফেরেনি। সকালে তার ঝুলন্ত মৃত দেহ দেখে স্থানীয়রা আমাকে জানালে আমি পুলিশে খবর দিয়। পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণটি জানা যায়নি।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক ( এস আই) যুযুৎসু যশ চাকমা বাংলাধারাকে জানান, সকালে স্থানীয় ইউপি সদস্য ও লোকজন বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন