চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, বিপিএম’র পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা রয়েছে।
বুধবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদে দেড় শতাধিক বন্যার্ত মানুষের মাঝে জেলা পুলিশ সুপারের পক্ষে ত্রাণ বিতরণ করেন থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল ইসলাম।
বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে দেয়া হয় চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলুসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী।
এসময় ওসি রাশেদুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপারএসএম শফিউল্লাহ বিপিএম’ মহোদয়ের নির্দেশে বন্যার্তদের মাঝে এসব সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন, জেলা পুলিশ বন্যার্ত মানুষের পাশে সব সময় থাকবে। পুলিশ দেশের সকল দুর্যোগ দুর্বিপাকে সবার আগে জনগণের পাশে থাকে।
ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে সরকারের পক্ষ থেকে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এটা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম মহোদয়ের পক্ষ থেকে মানবিক উপহার। বন্যাসহ যে কোন দূর্যোগ,দূর্ভিপাকে আমরা জনসাধারণের দোরগোড়ায় থাকবো।
বিতরণের সময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) সাইফুল ইসলাম, সেকেন্ড অফিসার প্রদীপ দন্ত, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইউনুস, ইউপি সদস্য আলী আক্কাস প্রমুখ।
উপকারভোগী মানুষের পুলিশের এমন সহায়তা পেয়ে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা জানিয়েছেন।