আরিফুল ইসলাম রিফাত »
নতুন বইয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের কমতি নেই।তারা অপেক্ষায় থাকেন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠার জন্য।তবে এবার সেই আনন্দ ম্লান হতে যাচ্ছে করোনার কারণে অনানুষ্ঠানিক, জাঁকজমকহীন এবং স্বাস্থ্যবিধি মেনে বই উৎসব পালন করা হবে।
প্রতিবারের ন্যায় এবারও নতুন বছরের প্রথমদিন নতুন বইয়ের ম-ম গন্ধে মাতবেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রাথমিকের প্রায় ৪০ হাজার শিক্ষার্থী।
এরইমধ্যে উপজেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী নতুন বই পৌঁছে গেছে।প্রত্যেকটি বিদ্যালয়ে অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হবে।
লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার প্রাথমিক স্তরের সকল সরকারি-বেসরকারি বিদ্যালয় ও কিন্ডার গার্টেনসহ মোট ১৫৪ টি বিদ্যালয়ের ৩৯ হাজার ৬৮২ জন শিক্ষার্থী ১ লাখ ৬৩ হাজার ১০২ টি বিনামূল্যে নতুন বই পাবেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আকরাম হোসেন বাংলাধারাকে বলেন, বছরের প্রথমদিন শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।প্রত্যেকটি বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী বইও পাঠানো হয়েছে।তবে এবার অনানুষ্ঠানিক, জাঁকজমকহীন এবং স্বাস্থ্যবিধি মেনে বই উৎসব পালন করা হবে।এজন্য প্রত্যেকটি বিদ্যালয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের অবশ্যই মাস্ক পরে বই নিতে আসতে হবে।
বাংলাধারা/এফএস/এইচএফ