ksrm-ads

২ ডিসেম্বর ২০২৪

ksrm-ads

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় পতিত হাসনাত ও সারজিস

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

বুধবার (২৭ নভেম্বর) অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটির নম্বর চট্টমেট্টো-গ-১৩-৪৭০১।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান।

তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে একটি ট্রাকের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় জিডি হচ্ছে। পুলিশ প্রটেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম চট্টগ্রামে পথে রওয়ানা হয়েছেন।’

বিস্তারিত আসছে…..

আরও পড়ুন