চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ (বালক) ফাইনাল খেলায় ৩-১ গোলে চ্যাম্পিয়ান হয়েছে আধুনগর ইউনিয়ন ফুটবল একাদশ।
বুৃধবার ( ১৪ জুন ) বিকাল সাড়ে ৪টায় উপজেলার শাহপীর স্কুলের মাঠে লোহাগড়া সদর ও আধুনগর ইউনিয়নের মধ্যকার এ ফাইনাল খেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।
খেলায় প্রথমার্ধে আবদুল্লাহ আল কিরণের ১-০ গোলে এগিয়ে যায় লোহাগাড়া ফুটবল দল৷ পরে আধুনগর ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোল করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, প্রশাসনিক কর্মকর্তা মো: মোছলেহ উদ্দিন, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মো: নাছির উদ্দিন, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস.কে.সামশুল আলম প্রমুখ।
এছাড়াও খেলা পরিচালনা কমিটির সদস্য টুটুল, জিয়াউর রহমান, নাছির উদ্দিন, মোজাফ্ফর, এস এম চিশতী, আধুনগর ইউনিয়ন টিম ম্যানাজার আবদুল মন্নান, শাহজাহান চৌধুরী পারভেজ উপস্থিত ছিলেন।
খেলায় ধারা বর্ণনায় ছিলেন মো. সেলিম উদ্দিন ও কাইছার হামিদ। খেলায় চ্যাম্পিয়ান ও রানার্স-আপ দলকে ট্রপি ও খেলোয়াড়দের মাঝে পদক প্রদান করা হয়।