লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী গ্রামে ১২৭তম ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী সভার বিলে ঘোড়দৌড় মেলা বিগত ১২৭ বছরের ধরে এ মেলা চলে আসছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও আয়োজকরা।
রবিবার (২৯ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগীতায় ৪টি ঘোড়া অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।
আমিরবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইউনুসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়নের সদস্য নুরুন্নবী, এরশাদুজ্জামান এরশাদ, মামুন উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম, নেজাম উদ্দিন, রেহেনা আকতার, শরমিন আকতার প্রমুখ।
মেলা ঘুরে দেখা যায়, গ্রামীণ ঐতিহ্যবাহী মুড়কি-মুড়ি, মোয়া, নিমকি, গজা, কলাই, বাদাম, খাজাসহ নানা ধরণের খাবার, প্লাস্টিক ও মাটির তৈরি শিশুদের বিভিন্ন খেলনা, নারীদের বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং গৃহস্থালী পণ্যের পসরা বসেছে।
বৃহৎ এ মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। মেলা উপলক্ষে আশপাশের গ্রামে মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজনেরা বাড়িতে চলে আসে।
চুনতি থেকে স্ত্রীকে নিয়ে মেলায় ঘুরতে আসা আবদুর রহিম বাংলাধারাকে বলেন, আমার স্ত্রীসহ মেলায় ঘুরতে এসেছি। বাঙালির ঐতিহ্যবাহী নানা ধরনের খেলাধুলা দেখে খুবই আনন্দ লেগেছে। এ মেলায় অনেক কিছু কেনাকাটাও করেছি।
স্থানীয় বাসিন্দা আবদুল জাব্বার বাংলাধারাকে বলেন, ছোটবেলায় বাবার হাত ধরে আসতাম। এখন নিজের বাচ্চাদের নিয়ে মেলা এসেছি। মেলা উপলক্ষে এই এলাকায় ঘরে ঘরে উৎসবের আমেজ বিরাজ করছে। আত্মীয়-স্বজনরা মেলা উপলক্ষে গ্রামে এসেছে।
মেলা পরিচালনা কমিটির সদস্য সৈয়দুল আবরার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ বিন নাছির বলেন, শত বছরের এই মেলা দেখতে আশপাশের উপজেলার নানা শ্রেণিপেশার লাখো মানুষের আগমন ঘটে। প্রশাসনসহ এলাকার সকালের সহযোগিতায় প্রতি বছর শান্তিপূর্ণভাবেই মেলা শেষ হয়।
জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের সুনামধন্য আলেম হযরত মাওলানা ছৈয়দ মোফাজ্জলুর রহমান (রহঃ) লোহাগাড়ায় এ ঘৌড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার প্রবর্তন করেছিলেন। শতবর্ষী ও প্রাচীনতম ঘোড়দৌড় মেলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এই ঘোড় দৌড় মেলা অনুষ্ঠিত হয়।