ksrm-ads

২৫ মার্চ ২০২৫

ksrm-ads

লোহাগাড়ায় ইয়াবাসহ আটক ২

লোহাগাড়া প্রতিনিধি  »

চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক দুটি অভিযানে দুই মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ মার্চ) চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজবাড়ী আলীপুর কল্যাণপুর এলাকার আবদুর রহমান গাজির পুত্র ইসমাঈল গাজি (৩০) এবং নোয়াখালী হাতিয়া মাইজচরা এলাকার মৃত আবুল বশরের মেয়ে আমেনা বেগম (৩০)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এসআই রেজওয়ানুল ইসলাম নেতৃত্বে পুলিশি টিম উল্লেখিত এলাকায় একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে প্রথমজনকে ৫ হাজার পিস ইয়াবা এবং পরেরজনকে এসআই যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে অপর একটি চট্টগ্রাম অভিমুখী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ১০ পিস ইয়াবা নিয়ে তাদের আটক করা হয়। তাদেরকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন