বাংলাধারা ডেস্ক »
লোহাগাড়ায় খাল পাড় থেকে এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আনন্দপাড়া এলাকার হাঙর খালের পাড় থেকে লাশ উদ্ধার করা হয়।
বুধবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) যশ চাকমা।
নিহত মুক্তিযোদ্ধার নাম, মেঘনাথ দে (৮৫)। তার বাড়ি বাড়ইপাড়ায়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেও নিবন্ধিত বীর মুক্তিযোদ্ধা নন।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) যশ চাকমা বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সকালে হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাধারা/এআই