ksrm-ads

২১ এপ্রিল ২০২৫

ksrm-ads

লোহাগাড়ায় চার হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় চার হাজার ১০ পিস ইয়াবাসহ মোহাম্মদ পারভেজ (২২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সে কক্সবাজারের রামু জোয়ারিয়ানালা গুচ্ছগ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।

সোমবার (১৩ জুন) সকালে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে রবিবার (১২ জুন) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উল্লিখিত এলাকায় রবিবার রাতে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই সাজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে পারভেজকে চার হাজার ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন