ksrm-ads

১৩ জুন ২০২৫

ksrm-ads

লোহাগাড়ায় টপ সয়েল কাটার অপরাধে অর্ধলাখ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পদুয়া ৮ নম্বর ওয়ার্ডের ধলিবিলা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান।

এছাড়া একইদিন একই এলাকায় লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে অন্য একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডিতরা হলেন- পদুয়ার পশ্চিম বাগমুয়া এলাকার আহমেদ ছফার ছেলে মোস্তাফিজুর রহমান (৪৮) এবং গাড়ি চালক নাজিম উদ্দিন (২৮)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, পদুয়া ধলিবিলা এলাকায় অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মোস্তাফিজুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন