বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও লেগুনা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। শনিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় চুনতি ফরেস্ট অফিস এলাকায় ট্রাক ও লেগুনার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লোহাগাড়া থেকে যাত্রীবোঝাই করে চকরিয়া যাচ্ছিল লেগুনাটি। যাত্রীবোঝাই লেগুনাটি মহাসড়কের চুনতি ফরেস্ট অফিস এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লবণবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১৩ যাত্রী। পরে মারা যান আরও দুইজন।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন মারা গেছেন। আহতদের চুনতি ও লোহাগাড়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।
বাংলাধারা/এফএস/টিএম