ksrm-ads

১২ জুন ২০২৫

ksrm-ads

লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক, সরঞ্জাম উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি »

লোহাগাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা সদরের দরবেশহাট ডিসি সড়কের মজিদাে পাড়া এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, সাতকানিয়া উপজেলার পশ্চিম কাটগড় এলাকার মৃত আবদুর রশিদের পুত্র মো. হোসেন (৩৮), চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলওয়ে কলোনী এলাকায় মৃত ইউসুফ বিশ্বাসের পুত্র মানিক বিশ্বাস (৪০) ও পটিয়া গুচ্ছিগ্রাম এলাকার মৃত আজহার মৃধার পুত্র আলমগীর (৫০)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন এলাকায় গরু ও বাড়িঘর ঢুকে ডাকাতি করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি দেশীয় তৈরী এলজি, তিনটি লম্বা কিরিচ, দুটি হেস্কু ব্লেড, একট লোহার কোরাবারী, একটি স্টিলের সেলাই রেঞ্জ, একটি গিয়ার চাক্কু এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল সকালে তাদের আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ