লোহাগাড়া প্রতিনিধি »
দিনে দিনে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। তাই জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ। রোববার (২১ মার্চ) বিট পুলিশিং এর মাধ্যমে উপজেলার নয় ইউনিয়নে করোনা থেকে বাঁচতে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়।
একইদিন উপজেলার বটতলী মোটর স্টেশনস্থ এলাকায় এ কার্যক্রম চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া রহমান জিকু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ, ট্রাফিক বিভাগের ইনচার্জ (ইন্সপেক্টর) স্নেহাংশু বিকাশ সরকার প্রমুখ।
এসময় তারা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক পরার জন্য উৎসাহিত এবং মাস্ক বিতরণ করেছেন।
বাংলাধারা/এফএস/এআর