ksrm-ads

২০ এপ্রিল ২০২৫

ksrm-ads

লোহাগাড়ায় নতুন ইউএনও আহসান হাবিবের যোগদান

আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া »

চট্টগ্রামের লোহাগাড়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আহসান হাবিব জিতু।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ৩টায় তিনি যোগদান করেন। বিষয়টি ইউএনও নিজেই বাংলাধারাকে নিশ্চিত করেছেন।

এর আগে একইদিন সকালে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

জানা যায়, ইউএনও আহসান হাবিব জিতু প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে ডেপুটি ম্যানেজার, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে ইউএনও’র দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেনএবং ২০১৩ সালে ৩১ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগ দেন।তার বাড়ী রাজশাহী জেলার দুর্গাপুরে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন