ksrm-ads

১৭ মার্চ ২০২৫

ksrm-ads

লোহাগাড়ায় প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৮ জন আহত

লোহাগাড়া পতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটজন আহত হয়েছেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আল-মদিনা কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুই গাড়ি চালক, কলেজছাত্রী ও একই পরিবারের পাঁচজনসহ মোট ৮ জন আহত হয়েছেন।

আহতরা হলেন— সিএনজি চালক মো. আলমগীর ( ২৩), মোস্তাফিজুর রহমান কলেজের শিক্ষার্থী আসমা আক্তার (২০), সিএনজির যাত্রী মো. তারকে। বাকি ৫ জন সবাই একই পরিবারের সদস্য। তারা হলেন— শাপলা (৩২), তার স্বামী দিপু (৩৫), মেয়ে আরিয়ানা (৬), নুরুল ইসলাম কামাল (৭০), তার স্ত্রী রওশন আরা (৬০)। তারা ঢাকা মিরপুর থেকে পরিবারের সদস্যদের নিয়ে প্রাইভেটকার যোগে কক্সবাজারে যাচ্ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মো. হামিদ বাংলাধারাকে বলেন, কক্সবাজারমুখি প্রাইভেটকারের সাথে বিপরীতমুখি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালকসহ মোট ৮ জন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। দুটি গাড়ির সামনে অংশে দুমড়ে মুচড়ে যায়। এদের মধ্যে গুরুতর আহত সিএনজি চালক আলমগীরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান বাংলাধারাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। তাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ