ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

লোহাগাড়ায় মহাবিপন্ন উল্লুক উদ্ধার, দুই পাচারকারী আটক

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় পাচার করার সময় মহাবিপন্ন প্রজাতির একটি উল্লুকসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ায় যাত্রীবাহি একটি বাসে অভিযান চালিয়ে উল্লুকটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা দেবিদ্বার ফতেয়াবাদ এলাকার জলিলের ছেলে মুবিন (৩০) এবং একই জেলার দাউদকান্দি পেন্নাই এলাকার মজিদের ছেলে মো. মাজহারুল (৩৫)।

তাদের দুজনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ।

এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান, এসআই মো. সাজিব হোসেন, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু ও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেন।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ বলেন, উদ্ধারকৃত প্রাণীটির নাম গিবন উল্লুক। এটা মূূলত গাছের মগ ডালে থাকে। মগডালেই ঘুরাফেরা, খাবার আহার, বাসস্থান সবকিছুই করে থাকে। প্রাণীটি খুবই বিপন্ন প্রজাতির, বাংলাদেশের মুষ্টিমেয় কয়েকটি বনাঞ্চলে গিবন উল্লুক দেখতে পাওয়া যায়। এরা ফলমূল ও পোকামাকড় খেয়ে জীবনধারণ করে। পরীক্ষা-নিরিক্ষা শেষে এটিকে ডুলাহাজারা সাফারি পার্কে অবমুক্ত করা হবে।

ওসি আতিকুর রহমান বলেন, আমাদের কাছে তথ্য ছিল কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসে করে দুই যুবক মহাবিপন্ন প্রজাতির উল্লুকটি নিয়ে পাচার করছিল। পথিমধ্যে উল্লিখিত এলাকায় গাড়িটি থামিয়ে উল্লুকসহ ওই দুইজনকে আটক করতে সক্ষম হই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ বলেন, আটককৃত ব্যক্তিরা স্বীকার করেন, তারা বিক্রয়ের উদ্দেশ্যে বিরল প্রজাতির এই উল্লুকটি নিয়ে যাচ্ছিলেন। বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ এর ৩৪ (খ) ধারা অনুযায়ী এভাবে বণ্যপ্রাণী ক্রয়-বিক্রয় এবং আমদানি-রপ্তানি করা শাস্তিযোগ্য অপরাধ। আটককৃত ব্যক্তিগণ ভ্রাম্যমাণ আদালতে তাদের অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান, অর্থদণ্ড অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ