লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রাতের আঁধারে টিলা ফসলি জমির টপসয়েল (ফসলি জমির উপরিভাগের মাটি) কাটার দায়ে আব্দুল হালিম (৩২) নামের এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কলাউজান নেজামুদ্দিন মুন্সি পাড়ায় অভিযান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। দণ্ডিত আবদুল হালিম চরম্বা ইউনিয়নের ঘাটিয়ার পাড়ার নুরুল ইসলামের পুত্র।
এছাড় রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চালানোর দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মো. দিদার (৪০) নামে এক গাড়ি চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, মাটি কাটার সাথে জড়িত আবদুল হালিমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দেড়লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়াও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানোর দায়ে দিদার নামে এক ব্যক্তিতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমির মাটি কাটা বন্ধে এসব অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযানে এএস আই শরীফুল ইসলাম সহ পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।