আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শেষ মুহূর্তে এসে কোরবানি পশুর হাটে বেচাকেনা জমে উঠেছে। বিগত কয়েকদিনের তুলনায় এখন জমজমাট বেচাকেনা হচ্ছে। ফলে হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে। শুক্রবার (৮ জুলাই) উপজেলার সবচেয়ে বড় কোরবানি পশুর হাট চুনতি বাজার জমে উঠেছে।
এদিন চুনতি বাজারে গিয়ে দেখা যায়, সকাল থেকে বিভিন্ন এলাকার খামারিরা হাটে গরু-মহিষ এবং ছাগল বেচতে এসেছেন। এবারের পশু হাট দেশিয় গরুর দখলে রয়েছে, অপরদিকে ক্রেতাদেরও চাহিদার শীর্ষে রয়েছে দেশিয় গরু। শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং কোরবানি ঈদের ছুটি শুরু হওয়ায় পশুর হাটে প্রচুর মানুষের সমাগম ঘটেছে। একইসাথে বেচাকেনাও ভালো হয়েছে। অন্যসব বছরের তুলনায় এবার গরুর- মহিষের চাহিদা সমান সমান।
চট্টগ্রাম শহর থেকে গরু কিনতে এসেছেন রিয়াদ। তার সাথে কথা হলে তিনি বলেন, ১ লাখ ৩৪ হাজার টাকায় একটি গরু কিনেছি। একই আকারের একটি গরু শহরে দাম হাঁকা হয়েছে দেড় লাখের বেশি, সে তুলনায় গ্রামে গরুর দাম অনেক কম।
হারুনুর রশিদ নামে এক ক্রেতা বলেন, পশুর হাটে দেশিয় গরু বেশি আসাতে এবছর দাম দাম সহনীয় পর্যায়ে রয়েছে।
চুনতি পশু হাটের ইজারাদার আব্দুর রশিদ বলেন, শেষ মুহূর্ত হওয়ায় এ হাটে পশু বেচাকেনা ভালো হচ্ছে।
লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, কোরবানি পশুর হাট নিয়মিত পরিদর্শন করছি, পাশাপাশি প্রত্যেকটি হাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া জাল নোট শনাক্তকরণ বুথ বসানো হয়েছে।