ksrm-ads

২৬ এপ্রিল ২০২৫

ksrm-ads

লোহাগাড়ায় সাড়ে ৫৩ হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ বালুঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫৩ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ এবং উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) বিকালে উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় ছড়া ও লাম্বাশিয়া ছড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৫৩ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ এবং তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, উল্লেখিত এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো বালু খেকোরা। এতে করে জনজীবন যেমন অতিষ্ঠ হয়ে উঠছে, পাশাপাশি সরকারি সম্পত্তির ক্ষতিসাধন হচ্ছে। এসব বালু খেকো এবং সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন