ksrm-ads

১৯ মার্চ ২০২৫

ksrm-ads

লোহাগাড়ায় ১২১টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেফতার ১

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন কোম্পানির ১২১টি চোরাই মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এসময় মোহাম্মদ ইদ্রিছ (৩৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। সে উপজেলার পুটিবিলা আদর্শ পাড়ার নুরুল হাসানের ছেলে।

বুধবার (২৭ জুলাই) তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আমিরাবাদ স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এসআই নুরুন্নবীর সঙ্গীয় ফোর্স মঙ্গলবার বিকেলে আমিরাবাদ স্টেশনে কক্সবাজারমুখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ট্রাভেল ব্যাগভর্তি বিভিন্ন কোম্পানির ১২১টি চোরাইকৃত মোবাইল উদ্ধার করা হয়। প্রাইভেটকারে থাকা চোরাই মোবাইল পাচারকাজে জড়িত দুই ব্যক্তির মধ্যে চুনতির কামরুল হাসান নামের একজন পালিয়ে যায় এবং ইদ্রিসকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

ওসি আরও বলেন, গ্রেফতার ব্যক্তির দেয়া তথ্যমতে তারা চোরাই মোবাইলগুলো কুমিল্লা থেকে ক্রয় করে প্রাইভেটকারযোগে নিয়ে আসছিল। পথিমধ্যে লোহাগাড়া থানা পুলিশ মোবাইলসহ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পলাতক ব্যক্তিকেও গ্রেফতারের চেষ্টা চলছে, যোগ করেন ওসি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ