ksrm-ads

১৯ এপ্রিল ২০২৫

ksrm-ads

লোহাগাড়ায় ১৫ হাজার ইয়াবাসহ আটক ৩

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক তিনটি অভিযানে ৩ মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ১৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার এবং পাচারকাজে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ করা হয়।

শনিবার (১৩ মার্চ) এবং শুক্রবার (১২ মার্চ) চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।এর আগে শুক্রবার (১২ মার্চ) এবং বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, চাঁদপুর ফরিদগঞ্জ পাইকপাড়া এলাকার হেদায়েত উল্লাহর পুত্র রাজু আহমেদ (২৮), বান্দরবানের লামা ফাইতং ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইউসুফের পুত্র মোহাম্মদ নুর কামাল (২৪) এবং (২২০০) এবং ভোলার চরফ্যাশন হাজারিগঞ্জ ৩নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ মোস্তফার পুত্র মোহাম্মদ মফিজ (২৬)

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন , গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে এসআই গোলাম কিবরিয়া এবং এসআই দুলাল বাড়ৈর নেতৃত্বে পুলিশি টিম উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি বাসে তল্লাশি চালিয়ে প্রথমজনকে বৃহস্পতিবার রাতে ৩ হাজার পিস ইয়াবা এবং একই এলাকায় যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে পরের জনকে ২ হাজার ২০০ পিস ইয়াবা এবং অপরজনকে একটি কাভার্ডভ্যান সহ ১০ হাজার পিস ইয়াবা নিয়ে আটক করা হয়।এবং তাদেরকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ