ksrm-ads

২৮ এপ্রিল ২০২৫

ksrm-ads

শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্রসহ ৯ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৯ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার চাকমারকুল শরনার্থী শিবিরে ডাকাত আস্তানা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫’র উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

গ্রেফতারকৃতরা হলো- রশিদ আহমেদ (৩২), সলিম উল্লাহ (৫৫), শফিক আলম (২০), আব্দুল হামিদ (২০), মো. সাবের (৩২), মো. সালাম (৫০), মো. ইসমাইল (২৫), হারুনুর রশিদ (২৮), ফয়েজ(২২)। তারা সবাই উখিয়ার কুতুপালাং শিবিরের বাসিন্দা।

কক্সবাজারস্থল র‌্যাব-১৫’র ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, উখিয়ার কুতুপালংয়ের একটি ডাকাত দল টেকনাফের চাকমারকুল শরণার্থী শিবিরের পাহাড়ে অবস্থানের খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এতে ৯ জন রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি ও কিছু কিরিচ উদ্ধার করা হয়। ধৃতরা ক্যাম্পে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

তিনি আরো বলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে কয়েকদিন ধরে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় এক নারীসহ পাচঁ জন নিহত হয়েছিল। এরপর থেকে র‌্যাব ডাকাতদের ধরতে কয়েকটি শিবিরে অভিযান চালায়। এক পর্যয়ায়ে অভিযানের বিষয়টি টের পেয়ে রোহিঙ্গা ডাকাতরা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে টেকনাফের চাকমারকুল শরণার্থী শিবিরের আশ্রয় নেয়। পরে মঙ্গলবার সকালে সেখান তাদের আটক করতে সক্ষম হয় র‌্যাব। অস্ত্রসহ আটকদের সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন